নান্দাইল পুরুষ শূন্য ৩৫ বাড়ি
কামরুজ্জামান রুবেল, নান্দাইল (ময়মনসিংহ): ময়মনসিংহের নান্দাইল উপজেলার বনাটি গাঙ্গাইল পাড়া গ্রামের একটি হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামিরা বাদী পক্ষের অব্যাহত হুমকির কারণে বাড়িতে যেতে পারছে না। অন্যদিকে আত্মগোপনে থাকা অন্য আসামিরা বাড়িতে না থাকার সুযোগে তাদের বাড়ি ঘর ভাঙচুরসহ এখনও জিনিসপত্র লুটপাট চলছে। চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত ২১ এপ্রিল রাতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন বনাটি গাঙ্গাইল পাড়া গ্রামের আবুল হাসেমের পুত্র রানা মিয়া (২৫)। ঘটনার পর রানার পক্ষের লোকজন খুনের সাথে জড়িত সন্দেহে প্রায় ৩৫ টি বাড়ির একাধিক ঘর ভেঙ্গে তছনছ করার পাশাপাশি গবাদি পশুসহ দামি জিনিসপত্র লুটে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খুনের পরদিন সাবেক ইউপি সদস্য মাসুদ মিয়া বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করা হয়। বর্তমানে আসামিদের মধ্যে ৮ জন আদালত থেকে জামিনে রয়েছেন। অন্য আসামিরা রয়েছে এখনও পলাতক। জামিনপ্রাপ্ত আসামীরা বাদি পক্ষের হুমকীর কারনে বাড়িতে যেতে সাহস পাচ্ছেননা। অন্যদিকে আত্মগোপনে থাকা আসামিদের বাড়িতেও কেউ বসবাস করতে পারছে না।
অভিযোগের সূত্র ধরে শুক্রবার (২১ জুন) দুপুরে সরেজমিন রাজগাতী ইউপির ওই গ্রামে ফুল মিয়া ভূইয়ার বাড়িতে গিয়ে দেখা যায়, তার ঘরের টিনের চালগুলো ঠিক থাকলেও বারান্দার চাল ভেঙ্গে ফেলা হয়েছে। ফুল মিয়ার স্ত্রী হালিমা খাতুন জানান, তিনিও হুমকির কারণে অন্যের বাড়িতে বসবাস করছেন। বাড়িতে লোকজন না থাকার সুযোগে এখনও ঘরের নানা জিনিসপত্র খুলে খুলে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন। তিনি আরও জানান, তার ছেলে সাগর মিয়া হত্যা মামলার (১৪ নং) আসামি। মামলা যেহেতু হয়েছে যা হয় আইনে হবে তাহলে লুটপাট বা আমাদের হত্যার হুমকি কেন? পাশের বাড়ির দুলাল মিয়া মামলার আসামি নন। কিন্তু তার ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়েছে
এ বিষয়ে মামলার বাদি মাসুদ মিয়ার ভাষ্য ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সত্য নয়। প্রতিপক্ষরা হয়ত তাদের (বাদীর পক্ষের) বিরুদ্ধে নতুন কোন মিথ্যা মামলা করার ফন্দি খুঁজছেন। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক সালাম মিয়া জানান, মামলাটির ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাইনি। পেলেই চার্জশিট দেবেন। আসামিদের বাড়িঘর লুটপাটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি শুনেছি তবে অভিযোগ পাইনি। পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বিআলো/তুরাগ