নারায়ণগঞ্জের পালপাড়ায় অগ্নিকাণ্ডে ৩৫ দোকান পুড়ে ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ শহরের নতুন পালপাড়া এলাকার সমীর কর মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৩৫টি দোকান। শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে মার্কেটের হোসিয়ারি ও বডি নিটিং দোকানগুলোতে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস জানায়, আগুনে প্রায় ৩৫টি হোসিয়ারি কারখানা ও নিটিং দোকান সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক তিন কোটি টাকার মালামাল পুড়ে যায় এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন বলেন, “খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় কোনো হতাহতের খবর নেই।”
তিনি আরও জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। সরু সড়ক ও পানি সংকটের কারণে আগুন নেভাতে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।”
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।
বিআলো/ইমরান



