• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জের সাইনবোর্ডে অপরাধ দমনে পুলিশের নতুন উদ্যোগ 

     dailybangla 
    27th Oct 2025 4:59 pm  |  অনলাইন সংস্করণ

    লিশ বক্স নির্মাণ স্থান পরিদর্শনে ডিসি ও এসপি

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র সাইনবোর্ড মোড়ে আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে নির্মিতব্য পুলিশ বক্সের স্থান পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন। শনিবার বিকেলে তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।

    জেলা প্রশাসককে প্রধান অতিথি এবং পুলিশ সুপারকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রেখে এই পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরীন, টিআই (প্রশাসন) আব্দুল করিম শেখ, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী হাসান উল্লাহ মজুমদারসহ জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও সওজের একাধিক কর্মকর্তা।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন—
    “মহাসড়কে পুলিশ বক্স স্থাপন ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে অপরাধ দমন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু একটি স্থাপনা নয়—এটি সাধারণ মানুষের আস্থার প্রতীক। আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসন সমন্বিতভাবে কাজ করলেই নিরাপদ পরিবেশ গড়ে ওঠে।”

    তিনি আরও বলেন, যানজটপ্রবণ এলাকায় স্থায়ী পুলিশি উপস্থিতি থাকলে সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে এবং জরুরি পরিস্থিতিতেও দ্রুত ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।

    পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এই পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা জোরদার এবং অপরাধীদের দৌরাত্ম কমাতে পুলিশ বক্সটি বিশেষ ভূমিকা রাখবে।”

    তিনি আরও জানান—“নারায়ণগঞ্জ একটি বড় বাণিজ্যিক অঞ্চল। তাই ব্যবসা-বাণিজ্যের নিরাপত্তা সুরক্ষায় আমরা চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধে কঠোর অবস্থানে আছি। অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়তে আমরা বদ্ধপরিকর।”

    অতিরিক্তভাবে তিনি সকলকে সচেতন থাকার পাশাপাশি দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    আলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930