• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধে পল্লী চিকিৎসকদের ভূমিকা নিয়ে সেমিনার 

     dailybangla 
    28th Jan 2026 10:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে উঠছে—এমন বাস্তবতায় এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রতিরোধে পল্লী চিকিৎসকদের ভূমিকা ও দায়িত্ব তুলে ধরতে নারায়ণগঞ্জে একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকায় বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ নবজাতক হাসপাতালের অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন থানার শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন।

    বাংলাদেশ নবজাতক হাসপাতালের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এবং হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমার সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নবজাতক হাসপাতালের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ নুরুজ্জামান।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির প্রধান উপদেষ্টা ডা. মজিবুর রহমান। তিনি বলেন, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটি নীরব মহামারির মতো ছড়িয়ে পড়ছে। সঠিক রোগ নির্ণয় ছাড়া ও প্রয়োজনের বাইরে এন্টিবায়োটিক ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় বিপদ ডেকে আনতে পারে। এ ক্ষেত্রে পল্লী চিকিৎসকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক মো. শাহ আলম, সিনিয়র সহ-সভাপতি মো. আলী আরশাদ, সাধারণ সম্পাদক মো. মোক্তার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল ইসলাম স্বপন।

    এছাড়াও বক্তব্য দেন সেলিনা মেমোরিয়াল হাসপাতালের স্বত্বাধিকারী আলী নুর শরীফ শামীম, সিদ্ধিরগঞ্জ পল্লী চিকিৎসক সমিতির সভাপতি পল্লী চিকিৎসক মো. আব্দুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সভায় বক্তারা বলেন, মানবতার কল্যাণে কাজ করতে হলে এন্টিবায়োটিক ব্যবহারে নিজেদের আরও সতর্ক হতে হবে এবং রোগীদের সচেতন করতে হবে। তারা সতর্ক করে বলেন, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স এমন একটি পরিস্থিতি তৈরি করতে পারে, যেখানে মারাত্মক রোগের বিরুদ্ধে কার্যকর কোনো ওষুধই আর কাজ করবে না—যা মানবজাতির জন্য চরম ভয়াবহ পরিণতি বয়ে আনবে।

    সেমিনার শেষে অংশগ্রহণকারীরা এন্টিবায়োটিক ব্যবহারে নৈতিকতা ও দায়িত্বশীলতার অঙ্গীকার ব্যক্ত করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031