নারায়ণগঞ্জে ডিসির নাম ব্যবহার করে প্রতারণা, একজন গ্রেপ্তার
মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নাম ও ছবি ব্যবহার করে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একজন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের নাজির মুহাম্মদ কামরুল ইসলাম মঙ্গলবার (৪ নভেম্বর) ফতুল্লা মডেল থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, মোবাইল নম্বর ০১৩৪০৯৬৪৮১৫ থেকে এক ব্যক্তি ডিসির নাম-পরিচয় ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ও ট্রুকলারে বিভিন্ন ব্যক্তিকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিকাশের মাধ্যমে টাকা নিতেন।
অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার ইনস্পেক্টর মো. এনায়েত হোসাইনের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালায়।
সেই অভিযানে মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে ফতুল্লার খানপুর এলাকা থেকে প্রতারক মো. রিয়াজ হোসেন (৩৭)-কে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার ডুবের দিয়া এলাকার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, রিয়াজ দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষ করে জেলা প্রশাসকের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে সরকারি কর্মচারী পরিচয়ে প্রতারণার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করা হয়েছে।
বিআলো/তুরাগ



