• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে মহররম মাস উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ 

     dailybangla 
    24th Jul 2025 6:59 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জে হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের উদ্যোগে মহররম মাস উপলক্ষেপবিত্র মহরম মাস উপলক্ষে পাক পাঞ্জাতন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা তুজ জোহরা, হযরত আলী (রা.), ইমাম হাসান (রা.) ও হোসাইন (রা.) স্মরণে এবং সম্প্রতি ঘটে যাওয়া মাইলস্টোন স্কুল এন্ড কলেজের নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানের আয়োজন করেন হযরত ওয়ায়েস করনী (রা.) ফাউন্ডেশনের এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ। মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুক বিতরণ করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৫ জুলাই) বাদ জোহর নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার চাঁনমারি আর্মি মার্কেট এলাকায় হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশনের আয়োজনে পবিত্র মহরমের গুরুত্ব ও শিক্ষা তুলে ধরে আলোচনা করা হয়েছে।

    কারবালার এই আত্ম ত্যাগের মহান ইতিহাস মুসলিম উম্মাহকে সত্য ও ন্যায়ের পথে চলার শিক্ষা দেয়। মহরম মাস শান্তি, ধৈর্য ও আত্মশুদ্ধির মাস।

    মিলাদ মাহফিল শেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, দেশের সমৃদ্ধি এবং ব্যক্তিগত কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
    পরিশেষে আগত মুসল্লি ও এলাকার দরিদ্র অসহায়দের মাঝে তাবারুক বিতরণ করা হয়। এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন- এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ।
    মিলাদ ও দোয়া পরিচালনা করেন, হাফেজ ওমর ফারুক।
    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম জজ আদালতের এপিপি এডভোকেট শহিদুল ইসলাম টিটু, বিজয় টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি গাজী মোঃ সোহেল, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির আহ্বায়ক সফিকুল ইসলাম আরজু, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি হুমায়ূন কবির সোহাগ, নারায়ণগঞ্জ রাইটার্স ক্লাবের সভাপতি আনিছুল হক হিরা, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, সমাজসেবক বশির সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, ১৯৯৪ সালে হযরত ওয়ায়েছ কুরুনী (রা.) ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। ১৯৯৮ সাল থেকে প্রতি বছর মহররম মাস আসলেই পবিত্র আশুরা শরীফ পালন করা হয়। মুসলিম উম্মাহর ঐক্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও তাবারুকের আয়োজন করে থাকি।এবং বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক জনসেবামূল কর্মকান্ড করে থাকি। সবার দোয়া কামনা করছি।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031