নারায়ণগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে বর্ণাঢ্য মিছিল ও যুব সমাবেশ
কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নেতাকর্মীদের ঢল
মনিরুল ইসলাম মনির: নারায়ণগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকে ঘিরে বর্ণাঢ্য মিছিল ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নারায়ণগঞ্জ শহরে মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কেএম মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে নেতাকর্মীদের বিশাল উপস্থিতিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কার্যক্রমের শুরুতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে এক যুব সমাবেশে মিলিত হয়ে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন দলীয় নেতারা।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট মোঃ শাখাওয়াত হোসেন খান।
সভাপতিত্ব করেন কেএম মাজহারুল ইসলাম জোসেফ এবং সঞ্চালনা করেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আক্তারুজ্জামান মৃধা ও যুবদল নেতা মঞ্জুরুল আলম মুসা।
প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান বক্তা ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাগর প্রধান।
বক্তারা বলেন, “ফেব্রুয়ারিতে সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। এজন্য দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে সাধারণ মানুষের হাড়ির খবর জানতে হবে, তাদের কথা বুঝতে হবে এবং সবসময় পাশে থাকতে হবে।”
নেতৃবৃন্দ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিআলো/তুরাগ







 
                            
                         
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                 
                                                
                                                
 
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                             
                                                
                                            
