• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জে র‌্যাবের ছদ্মবেশে ডাকাতির চেষ্টা: পুলিশের হাতে চার ভুয়া র‌্যাব আটক 

     dailybangla 
    24th Sep 2025 7:46 pm  |  অনলাইন সংস্করণ

    সেনাবাহিনী-অবসরপ্রাপ্তও ভুয়া র‌্যাবে! চাঞ্চল্যকর তথ্য
    পুলিশের হাতে ধরা পড়ল ছদ্মবেশী ডাকাত দল
    মাইক্রোবাস, হ্যান্ডকাফ, ওয়াকিটকি: মহাসড়কে ভুয়া র‌্যাবের সরঞ্জামসহ আটক

    মোঃ মনির হোসেন, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে র‌্যাবের ছদ্মবেশ ধারণ করে মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় চারজন ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটেছে।

    গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন:

    পটুয়াখালীর বাউফল থানার চররঘুনাথদ্দী এলাকার মৃত দলিল উদ্দিন খন্দকারের ছেলে, সেনাবাহিনী অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আলমগীর হোসেন (৩২),

    পটুয়াখালী সদর থানার পশ্চিম আউলিয়াপুর এলাকার আব্দুল হক সরদারের ছেলে, অবসরপ্রাপ্ত ল্যান্স কর্পোরাল আল মামুন সরদার (৪৩),

    বরগুনা জেলার আমতলী থানার গেরাবুনীয়া এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে এনামুল হক (৩৩), এবং

    পটুয়াখালীর বাউফল থানার রামনগর এলাকার আনোয়ার আলী মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৫৬)।

    পুলিশ তাদের দেহ ও ব্যবহারকৃত মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৩-৮০৪৬, সাদা রঙের হাইয়েস) তল্লাশি করে কালো রঙের হ্যান্ডকাফ, খেলনার সাদৃশ্য ওয়াকিটকি, ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্র, গাড়ি থামানোর সিগন্যাল লাইট, চারটি র‌্যাবের কটি এবং দুটি স্কচটেপ উদ্ধার করেছে।

    পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, জাঙ্গাল এলাকায় র‌্যাবের পোশাক পরে কয়েকজন ব্যক্তি সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পুলিশের চ্যালেঞ্জে তারা নিজেদের র‌্যাব সদস্য পরিচয় দিলেও কোনো বৈধ আইডি বা ইউনিটের তথ্য দিতে ব্যর্থ হয় এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়।

    বন্দর থানার উপ-পরিদর্শক কাজী রিপন সরকার এই ঘটনায় মামলা (নং-৩০(৯)২৫) দায়ের করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) গ্রেপ্তার চারজনকে আদালতে প্রেরণ করলে তাদের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়।

    বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, “মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930