নারায়ণগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা
নারায়ণগঞ্জ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সংসদীয় নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-৪ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে নারায়ণগঞ্জ সদর উপজেলা কনফারেন্স কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা বিষয়ক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। সভায় প্রার্থীরা মেডিক্যাল কলেজ, মা ও শিশু হাসপাতাল, আধুনিক শিক্ষা ব্যবস্থা, নারী ও শিশু নিরাপওা নিশ্চিত, ডিএনডির জলাবদ্ধতা নিরসন, জনগনের যোগাযোগ ব ব্যবস্থায় মেট্রোরেল, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূল, বেকারত্ব নিরসন, অসহায় ভাতা, কৃষি ব্যবস্থাসহ সকল সমস্যা সমাধানের লক্ষে মতামত ব্যক্ত করেন। এছাড়া ফতুল্লাবাসীর উন্নয়নের স্বার্থে ফতুল্লাকে সিটিকপোরেশনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
এ সময় মনোনীত প্রার্থীরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্বাচনের আচরণ মেনে চলা ও অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। সভায় প্রার্থীরা নির্বাচনকে ঘিরে আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চান। এছাড়াও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার মোহাম্মদ রায়হান কবীর বলেন, নির্বাচনকে ঘিরে কেউ প্রশ্নবিদ্ধ করতে চাইলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকল প্রার্থীদের নির্বাচন আচরণ বিধি মেনে চলতে হবে। যারা আচরণ বিধি লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। এসময় জেলা প্রশাসক একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
আইনশৃঙ্খলা বিষয়ক সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, বিজিপি কর্ণেল মির্জা আরাফাত, র্যাব-১১ এর অধিনায়ক সাজ্জাদ, সেনাবাহিনীর ল্যাফটেনান্ট কর্ণেল আরমিন প্রমুখ। এসময় প্রশাসনিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিআলো/আমিনা



