নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে নতুন চেহারা: ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পঞ্চম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২ জানুয়ারি) ক্লাবের হানিফ খান মিলনায়তনে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের নতুন নান্দনিক পরিবেশের যাত্রা শুরু হয়। অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মোহাম্মদ আলী।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ও বি কে এম ইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।
প্রধান অতিথি মোহাম্মদ আলী তাঁর বক্তব্যে ক্লাবের আধুনিকায়নে ইন্টেরিয়র উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “এর মাধ্যমে সদস্যদের জন্য আরও আরামদায়ক ও কার্যকর একটি পরিবেশ তৈরি হবে।” তিনি বিকেএমইএ-এর কাছে থাকা প্রেস ক্লাবের ২য় তলার ফ্লোর ফিরিয়ে দেওয়ার বিষয়ে সদিচ্ছার ওপর জোর দেন এবং আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের একজন প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।
উদ্বোধক মোহাম্মদ হাতেম ক্লাবের এই অগ্রযাত্রাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি সৌন্দর্যের কৃতিত্ব প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ, শ্যামল এবং বিকেএমইএ বোর্ড মেম্বারদের দেন। ফ্লোর ফিরিয়ে দেওয়ার দাবির বিষয়ে তিনি আশাবাদী হয়ে বলেন, “ফ্লোর ফিরিয়ে দেয়ার দাবি পূরণ হবে এবং সাধারণ মেম্বাররা এ বিষয়ে বিরোধীতা করবে না।”
তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে কিছু পার্থক্য এবং নারায়ণগঞ্জে কিছু ‘ইয়েলো জার্নালিজম’ এর উদাহরণ তুলে ধরে গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। ইয়েলো সাংবাদিকতা রোধে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবকে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি।
যদি চান, আমি এই প্রতিবেদনের জন্য ফেসবুক বা নিউজ পোর্টালের মতো আরও আকর্ষণীয় সংক্ষিপ্ত ভার্সনও তৈরি করতে পারি, যাতে পাঠকের দৃষ্টি মুহূর্তেই ধরে রাখা যায়।
বিআলো/তুরাগ



