• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোটের মনোনয়ন পেলেন মনির কাসেমী 

     dailybangla 
    23rd Dec 2025 8:42 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুল ইসলাম মনির: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলা) আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

    মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নারায়ণগঞ্জ-৪ আসনে জোটগত সমঝোতার ভিত্তিতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থীকে সমর্থন দিচ্ছে বিএনপি। ফলে এ আসনে বিএনপি নিজস্ব কোনো প্রার্থী দেবে না।

    অন্যদিকে জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, সমঝোতার আওতায় নির্ধারিত চারটি আসন ছাড়া দেশের অন্যান্য সব আসনে বিএনপির প্রার্থীদের পক্ষে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেওয়া হবে।

    নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নারায়ণগঞ্জ-৪ আসন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে আলোচিত। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই আসনে একচেটিয়া কর্তৃত্ব ছিল এ কে এম শামীম ওসমানের। তবে সরকার পতনের পর তিনি স্বপরিবারে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় আসন্ন নির্বাচনে আসনটিতে বিএনপি নেতৃত্বাধীন জোট সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

    যদিও এই আসনে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী ছিলেন, তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমীকেই জোট প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। অপরদিকে জামায়াতে ইসলামীসহ অন্যান্য দলগুলো এই আসনে একক প্রার্থী ঘোষণা করেছে।

    নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর, বক্তাবলী, কাশীপুর, কুতুবপুর, গোগনগর ও আলীরটেক ইউনিয়ন নিয়ে গঠিত নারায়ণগঞ্জ-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৩২৫ জন, যা জেলার পাঁচটি আসনের মধ্যে সর্বাধিক।

    এই আসনে ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির আবদুস সাত্তার, ১৯৯১ সালে বিএনপির সিরাজুল ইসলাম, ১৯৯৬ সালের ষষ্ঠ সংসদ নির্বাচনে বিএনপির মোহাম্মদ আলী, একই বছরের সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শামীম ওসমান, ২০০১ সালে বিএনপির মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জনপ্রিয় চিত্রনায়িকা সারাহ বেগম কবরী বিজয়ী হন। এরপর ২০১৪ সাল থেকে টানা ২০২৪ সাল পর্যন্ত এই আসনটি দখলে রাখেন আওয়ামী লীগের শামীম ওসমান।

    উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমে ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলমকে মনোনয়ন দেওয়া হলেও শেষ মুহূর্তে ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনির হোসেন কাসেমীর নাম ঘোষণা করা হয়। এর আগে ২০০৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ শাহ আলম মাত্র ২ হাজার ১০০ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী সারাহ বেগম কবরীর কাছে পরাজিত হয়েছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031