নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী সিরাজুল মামুনের নির্বাচনী প্রচারণা শুরু
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ আসনে ১০ দলীয় ঐক্য জোট সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুনের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই নির্বাচনে জামায়াত, এনসিপিসহ ১০ দলীয় ঐক্যের সমর্থনে এবং খেলাফত মজলিস থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুন দেওয়াল ঘড়ি প্রতীক নিয়ে অংশ নিচ্ছেন।
২২ জানুয়ারী (বৃহস্পতিবার) সকালে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ প্রচারণার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক প্রার্থী মাওলানা মুঈনুদ্দীন আহমদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত ও ১০ দল সমর্থিত প্রার্থী এবিএম সিরাজুল মামুন।
বৃহস্পতিবার সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আবুল হাসানের স্বজন ও ভাই অনিক। অনুষ্ঠানের শেষ পর্বে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দেওভোগ মাদ্রাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী।
খেলাফত মজলিসের মহানগর সহ-সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মুফতী শেখ শাব্বীর আহমাদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য ও উপস্থিতি ছিল খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলীল, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার, খেলাফত মজলিস জেলা সভাপতি মাওলানা আহমদ আলী এবং মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জামায়াতে ইসলামীর মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি ও ১০ দলীয় লিয়াজোঁ কমিটির সদস্য সচিব এইচ এম নাসিরুদ্দিন, এবি পার্টির জেলা আহ্বায়ক শাহজাহান ব্যাপারী, খেলাফত মজলিস জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী বশীর আহমদ, জাতীয় নাগরিক পার্টির জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, বন্দর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে শহীদ আবুল হাসানের বাবা, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইন, ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, জেলা সভাপতি আনাস আহমদ এবং হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি নির্মল চন্দ্র দত্তসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ



