• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারায়ণগঞ্জ-৫ আসন: ১৮নং ওয়ার্ডে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া 

     dailybangla 
    21st Jan 2026 10:48 pm  |  অনলাইন সংস্করণ

    প্রধান অতিথির বক্তব্য: খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্ব

    নিজস্ব প্রতিবেদক: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ১৮নং ওয়ার্ডে বিশেষ দোয়া মাহফিল এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবক দল ও জাহাঙ্গীর আলম জনির উদ্যোগে বুধবার (২১ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এলাকার নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সমাজসেবীরা উপস্থিত ছিলেন।

    বুধবার (২১ জানুয়ারি) বিকেলে ১৮নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল ও জাহাঙ্গীর আলম জনির উদ্যোগে দোয়া মাহফিল এবং কম্বল বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক প্রার্থী সুমন খান সভাপতিত্ব করেন।

    প্রধান অতিথি মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানা তার বক্তব্যে বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রশ্নে সবসময় ছিলেন আপোষহীন। এজন্যই ওনাকে আপোষহীন নেত্রী নামে ডাকা হয়। তিনি তার জীবদ্দশায় দেশের মানুষ, দেশের উন্নয়ন ও নেতাকর্মীদের কথা সবসময় ভাবতেন। তিনি কখনোই দেশ ছেড়ে চলে যেতে চান নি। বরং ওনাকে এধরনের প্রস্তাব দেয়া হলেও তিনি সরাসরি সেটা নাকচ করে দেন। আমাদের মাঝে তিনি নেই, ওনার আত্মার মাগফেরাত কামনায় আপনারা দোয়া করবেন। আল্লাহ ওনাকে বেহেশতের উঁচু মাকাম দান করুন, আমিন।”

    বক্তব্য শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন মির্জা জনি, আল-আমিন নগর জামে মসজিদের প্রধান উপদেষ্টা আলী হোসেন হাওলাদার, উপদেষ্টা আব্দুর রশিদ সরদার, জাবালে নূর জামে মসজিদের উপদেষ্টা আলহাজ্ব টুটুল হোসেন, ১৮নং ওয়ার্ড বিএনপি নেতা কবির হোসেন, ব্যবসায়ী ও সমাজসেবক এ কাশেম ফজলুল হক, আব্দুর রাজ্জাক শিকদার, সাগর সরকার, ইয়াসিন মাদবর, শহিদুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031