নারায়নগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে ধামগড় ইউনিয়নের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে গতকাল মানববন্ধন করেছেন এলাকাবাসী ও বিএনপির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাজারুল ইসলাম ভূঁইয়া হিরন, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ লিটন, উপজেলার সব কয়টি ইউনিয়ন বিএনপির মূলদল, যুবদল স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, যারা এই মিথ্যা মামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের মাধ্যমেই তাদের বিচার হবে। আমরা এসপি অফিসে, ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করছি। যদি প্রয়োজন পড়ে আমরা প্রধান উপদেষ্টার কাছে যাবো। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে মামলা পরিচালনার দাবি জানাচ্ছি।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. তাঁরা মিয়া, কলাগছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত মুকুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি রাজু আহম্মেদ, সিনিয়র সহ- সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সাধারণ মতিন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজিব, ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকার, সিনিয়র সহ সভাপতি আলমগীর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আপন, মদনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মামুন মিয়া, সিনিয়র সহ সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক শাহিন শাহ মিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ বিএনপির নেতা মোশারফ হোসেন, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ, বিএনপির নেতা খান বাবু, মাসুদ রানা, মোমেন ভূইয়া, মোশারফ মৃধা, কবির, মনির, হাসান, মোক্তার, মাহবুব, হানিফ, মাহবুব, শরিফ, মোশারফ হোসেন, মনির হোসেন, ইসমাইল, হালিম, লিটন, শাহ আলম, আলম, মোক্তার, রাসেল, মনজীর, তোবার, বাসেদ মিয়া, শামসু, শাহীন, যুবদলের নেতা সম্রাট হাসান সুজন, বাবুল, বাদল, মামুন আহমেদ, আল আমিন, শরিফ, সাব্বির, হাবিবুর, ইমরান, সেলিম, আনোয়ার হোসেন, রিফাত প্রমুখ।
বিআলো/তুরাগ