নারীদের কর্মঘণ্টা কমানো রাজনৈতিক স্লোগান: শ্রম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে ৫ ঘণ্টায় নামিয়ে আনার জামায়াতের ঘোষণাকে ‘রাজনৈতিক স্লোগান’ বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, “ক্ষমতায় না থাকলে অনেক প্রতিশ্রুতি দেওয়া যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন।”
সোমবার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি জামায়াত আমির ডা. শফিকুর রহমান কর্মজীবী নারীদের কর্মঘণ্টা কমানোর ঘোষণা দেন।
বিষয়টি নিয়ে শ্রম উপদেষ্টা বলেন, “এটা ভোটের স্লোগান ছাড়া কিছু নয়। ভোটের আগে দুধের নদী বইয়ে দেওয়ার মতো নানা প্রতিশ্রুতি তো নতুন নয়।”
তিনি বলেন, “সাংবাদিকরা ছাড়া এটাকে কেউ সিরিয়াসলি নিয়েছে বলে মনে হয় না। রাজনৈতিক দলগুলো সবসময় নতুন নতুন স্লোগান দেয়। কিন্তু ক্ষমতায় এলে বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ।”
বিআলো/শিলি



