‘নারীর গৃহকর্মের অর্থনৈতিক স্বীকৃতি দেয়ার সময় এসেছে’
নিজস্ব প্রতিবেদকঃ আজ ৫ জুন (বুধবার) রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত (এমজেএফ) “জেন্ডার সমতা আনয়নে নারী অধিকার ভিত্তিক সংগঠনের ভূমিকা” শীর্ষক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভা প্রধান সাগুফতা ইয়াসমিন, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীর গৃহকর্মের অর্থনৈতিক স্বীকৃতি দেয়ার সময় এসেছে। নীতিনির্ধারক এবং নারীদের নিজেদেরকেই এ বিষয়টি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
সাগুফতা ইয়াসমিন আরও বলেন, আমাদের দেশের প্রেক্ষাপটে নারীর অগ্রযাত্রার পথ হয়তো কখনই সহজ হবেনা, নারীদের নিজেদেরকেই নিজের নিরাপদ রাস্তা তৈরি করে নিতে হবে।
এমজেএফ ২০২৯ সাল থেকে স্থানীয় ও আঞ্চলিক নারী অধিকার সংগঠনগুলোর দক্ষতা ও কার্যক্রম বৃদ্ধি এবং নারী ও মেয়েশিশুদের ক্ষমতায়ন, নারী ও মেয়ে শিশুর অধিকার সুরক্ষা এবং জেন্ডার সমতা অর্জনের লক্ষ্যে সহায়তা প্রদানের লক্ষ্যে উইমেনস ভয়েস অ্যান্ড লিডারশিপ-বাংলাদেশ নামে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।
নারী সম্মেলনের সভা প্রধান এবং এমএজএফ এর নির্বাহী পরিচালক শাহীন আনাম শুভেচ্ছা বক্তব্যে বলেন, নারীদের অধিকার সুরক্ষায় সুবিধাবঞ্চিত নারী, স্থানীয় সংগঠন, সরকার ও নাগরিকদের এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনের গ্লোবাল এফেয়ার্স বিষয়ক সেকেন্ড সেক্রেটারি (ডেভেলপমেন্ট) রিটা হুকায়েম বলেন, বাংলাদেশের নারীদের জন্মগতভাবে সব রকম যুদ্ধ জয় করার অদম্য ক্ষমতা রয়েছে। তবে সামাজিক বৈষম্য এবং নারীর প্রতি নেতিবাচক ধারণার কারণে তাদের পথ কঠিন হয়ে দাঁড়ায়। নারী অধিকার আন্দোলনকে জীবনব্যাপী প্রত্যয় ধরে নিয়ে নারীদের এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী ড. ফওজিয়া মোসলেম বলেন, নারীর চাহিদার জায়গাগুলিতে পরিবর্তন এসেছে। পরিবর্তিত চাহিদার অনুযায়ী লক্ষ্য স্থির করতে হবে।
নারীবাদী আন্দোলনের কর্মী যশোধারা দাশগুপ্ত দিনব্যাপী প্ল্যানারি সেশন পরিচালনা করেন। তিনি নারী আন্দোলন ও নারী অধিকার আদায়ে বিভিন্ন প্রগতিশীল সংগঠনগুলোর ইতিবাচক ভূমিকা তুলে ধরেন।
সম্মেলনে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এমজেএফ এর সিনিয়র কো- অর্ডিনেটর মহুয়া লেয়া ফলিয়া।
সম্মেলনের শেষাংশে আয়োজক সংস্থার পক্ষ থেকে এমজেএফ এর পরিচালক বনশ্রী মিত্র নিয়োগী বলেন, নারীদের অধিকার ও সমতা উন্নত করার প্রত্যয়কে ত্বরান্বিত করার উদ্দেশ্যে গঠনমূলক আলোচনা ও সুপারিশের ভিত্তিতে একটি নতুন নারী ফোরাম গঠনের জন্য সম্মেলনের আশাবাদ ব্যাক্ত করেন। তিনি উপস্থিত সকল সংগঠন ও তাদের প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আয়োজক সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে প্রান্তিক জনগোষ্ঠী যেমন দলিত, হরিজন, নির্যাতিত নারী, প্রবাসফেরত নারী অভিবাসী ও মেয়েদের নানা অধিকার নিয়ে কাজ করে আসছে।
বিআলো/তুরাগ