• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় যা বললেন উপদেষ্টা? 

     dailybangla 
    22nd May 2025 9:41 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, গ্রামের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কুইক রেস্পন্স টিম এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজকর্মী দ্রুততার সাথে কাজ করে যাচ্ছে।

    তিনি আজ ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত Her Dignity, Her Rights: Unit for Stopping Violence Against Women and Children নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আমরা একজোট শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

    উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, নারীর মর্যাদা ও অধিকার রক্ষায় ‘বাংলাদেশ শিশু অধিকার সনদে’ স্বাক্ষরকারী একটি দেশ এবং টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি-৫) অনুযায়ী নারী-পুরুষ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা সচেতন নাগরিক এবং সর্বোপরি মানবিক মানুষ হিসেবে দেশের সকল নারী ও শিশুর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার রক্ষায় আমাদের সকলের একটি নৈতিক দায়বদ্ধতা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে আমরা মনেকরি নারী নির্যাতনের ধীরগতির আইনি ব্যবস্থাকে দ্রুত বাস্তবায়নের নীতি নীতিনির্ধারক, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সকল পক্ষের সচেতনতা এবং সক্রিয় ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। এ লক্ষ্যে একটি সমন্বিত ও যৌথ উদ্যোগ গ্রহণ করা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।

    উপদেষ্টা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে এই মতবিনিময় সভায় সকলের মতামত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে যা নারী ও শিশুদের প্রতি ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলা একটি জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহ সিএসও অ্যালায়েন্স, নারী আন্দোলনের প্রতিনিধি, তরুন সমাজ এবং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, পরিবেশকর্মী, গণমাধ্যম ও মানবাধিকার সংশ্লিষ্ট সকল পক্ষের জাতীয় ঐক্যমত গঠনে সহায়তা করবে এবং একটি কার্যকর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের পথ সুগম করবে।

    নারী ও শিশুদের প্রতি সহিংসতা রোধে যৌক্তিক ও বিজ্ঞানমনস্ক ন্যায়সঙ্গত দাবির বাস্তবায়নে রাষ্ট্রের পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে এটাই আমাদের প্রত্যাশা ব্যক্ত করেন ।

    মতবিনিময় অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বক্তৃতা করেন।

    ব্র্যাকের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। সভায় নারী ও শিশু অধিকারকর্মী, সরকারি, বেসরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930