নারী দিবস উপলক্ষে নারীদের নেতৃত্বে বিমান বাংলাদেশের বিশেষ ফ্লাইট পরিচালিত
dailybangla
08th Mar 2025 11:43 pm | অনলাইন সংস্করণ
সীমা আক্তার: ককপিট ও কেবিন ক্রু—সবাই হবেন নারী। শনিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাত নারীর নেতৃত্বে বিশেষ ফ্লাইট চালালো বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সমতা, ক্ষমতায়ন এবং সম্মানের প্রতি একাত্মতা প্রদর্শন করে বিশেষ ফ্লাইট পরিচালনা করলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার, (৮ মার্চ) বিশেষ ফ্লাইট সকাল ১১ টা ২০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যায়।এই ফ্লাইটের ককপিট ও কেবিন ক্রু—সবাই নারী।
বিশেষ ফ্লাইটের নেতৃত্ব দেন ক্যাপ্টেন আনিতা ও ফার্স্ট অফিসার তাসনুভা। বিমানের ঢাকা-ব্যাংকক-ঢাকা বিজি ৩৮৮ ফ্লাইটে দুইজন নারী ককপিট ক্রু ছাড়াও ছিলেন ৫ জন নারী কেবিন ক্রু।
বিআলো/তুরাগ