নারী বিদ্বেষী বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর এক নেতার নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম এবং সাধারণ সম্পাদক মালেকা বানু এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি একটি নির্বাচনী সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) প্রসঙ্গ টেনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের প্রতি যে অবমাননাকর, উদ্ধত ও ক্ষমার অযোগ্য মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।
বাংলাদেশ মহিলা পরিষদ মনে করে, এ ধরনের বক্তব্য নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাবের বহিঃপ্রকাশ এবং এটি সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদার জন্য হুমকিস্বরূপ।
বিবৃতিতে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, নির্বাচনী প্রচারণায় দেওয়া এমন বক্তব্য নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ ভবিষ্যতে এ ধরনের বক্তব্য ও আচরণ প্রতিরোধে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তিকে সোচ্চার হওয়ার আহ্বান জানায়।
বিআলো/শিলি



