• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নিউইয়র্কে অধ্যাপক শামসুল আলম খানের পরলোক গমন 

     dailybangla 
    27th Jun 2024 11:45 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদকঃ শামসুল আলম খান ২২ জানুয়ারি ১৯৫২ খ্রিঃ টাঙ্গাইল জেলার অন্তর্গত নাগরপুর উপজেলার ঘুনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।পিতা বিশিষ্ট জোতদার মরহুম আফাজ উদ্দীন খান ও মাতা মরহুমা শামসুন্নাহার খানম।

    শৈশবে স্হানীয় প্রাথমিক বিদ্যালয় থেকে বাল্য শিক্ষা লাভের পর ১৯৬৬ খ্রিস্টাব্দে সলিমাবাদ তেবাড়ীয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ব্রাহ্মণবাড়ীয়া সরকারি মহাবিদ্যালয় থেকে এইচএসসি পাশ করেন এবং নাগরপুর সরকারি মহাবিদ্যালয় থেকে বি.এ ডিগ্রি নেন। পরবর্তীতে ১৯৭৫ খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.এ ডিগ্রি লাভ করেন।

    নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ ডিগ্রি কলেজে অধ্যাপনার মাধ্যমে কর্মজীবন শুরু করেন।অতঃপর ১৯৮০ খ্রিস্টাব্দে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগদান করেন।পরবর্তীতে ১৯৮৪ খ্রীস্টাব্দে দূর্নীতি দমন ব্যুরো কর্মকর্তা হিসেবে যোগদান করে বিভিন্ন জেলায় “জেলা দূর্নীতি দমন কর্মকর্তা” হিসেবে দ্বায়িত্ব পালন করেন।১৯৯৩ খ্রিস্টাব্দে উপ-পরিচালক হিসেবে পদোন্নতি প্রাপ্ত হয়ে বরিশাল বিভাগের দ্বায়িত্ব গ্রহন করেন।এরপর ১৯৯৫ খ্রিস্টাব্দে দূর্নীতি দমন ব্যুরো,বাংলাদেশ, ঢাকা এর সদর দপ্তরে উপ-পরিচালক(প্রশাসন) এবং মহাপরিচালকের স্টাফ অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন। এরপর ময়মনসিংহের আঞ্চলিক কার্যালয়ে ময়মনসিংহ সহ ছয় জেলার দ্বায়িত্ব গ্রহন করেন।
    চাকরী থেকে অবসর নিয়ে আমেরিকার নিউইয়র্কে বসবাস শুরু করেন।

    ইংরেজি ভাষায় ছিল তার বিশেষ পারদর্শিতা।ইংরেজি ছাড়াও আরবী,ফারসী এবং উর্দু ভাষায়ও ছিল তার বিশেষ দখল।
    ২৭ জুন ২০২৪ খ্রিঃ বাংলাদেশ সময় আনুমানিক ২ ঘটিকায় নিউইয়র্ক ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
    মৃত্যুকালে মরহুমের স্ত্রী,দুই কণ্যা,দুই ভাই এবং তিন বোন জীবিত রেখে গেছেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    March 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31