নিবন্ধনের তিন দিনের মধ্যে নতুন ভোটারদের তথ্য দেয়ার নির্দেশ
dailybangla
13th Nov 2024 12:37 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: নতুন ভোটারদের আঙুলের ছাপ ও ছবি তুলে নিবন্ধন করার তিনদিনের মধ্যে সার্ভারে তথ্য আপলোড করতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১২ নভেম্বর) ইসির এনআইডি শাখার সিস্টেম এনালিস্ট প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলাম এ সংক্রান্ত একটি নির্দেশনা মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন।
এতে বলা হয়েছে, গত ২ অক্টোবরে সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন ভোটারের বায়োমেট্রিক নেয়ার তিন দিনের মধ্যে ভোটারের ডাটা এনআইডি সিস্টেমের কেন্দ্রীয় সার্ভারে আপলোড করতে হবে।
একজন ভোটারের কত তারিখে বায়োমেট্রিক নেয়া হয়েছে এবং কত তারিখে কেন্দ্রীয় সার্ভারে আপলোড হয়েছে তার রেকর্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম থেকে দেখা যাবে এবং এর লগ সিস্টেমে থেকে যাবে। সে অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে হবে।
বিআলো/শিলি