নিয়মিত ত্বকের যত্নে অলিভ অয়েল
বিআলো ডেস্ক: জলপাই কোথায় পাওয়া যায় বলতে না পারলেও জলপাইয়ের তেল এখন বাঙালির ঘরে ঘরে এবং রান্নাঘরে। সেই জলপাইয়ের তেল কাজে লাগতে পারে ত্বকের পরিচর্যাতেও।
বিশেষত শীত কালেও যদি ত্বককে মসৃণ এবং তুলতুলে নরম রাখতে চান তবে জলপাইয়ের তেলই হবে আপনার মুশকিল আসান।
শুধু তা-ই নয়, রূপটান শিল্পীরা বলছেন, নিয়মিত ত্বক চর্চায় অলিভ অয়েল সংযোজন করলে ত্বকের বয়সও কম দেখায়। কারণ অলিভ অয়েলে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন ই।
অ্যান্টিঅক্সিড্যান্টে ভরপুর ওই তেল খেলে যেমন উপকার, তেমনই ত্বকচর্চার ক্ষেত্রেও সমান উপকারী।
কী ভাবে ব্যবহার করবেন?
১। এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে, সম পরিমাণ মধু, লেবুর রস মিশিয়ে তার মধ্যে একটি ডিমের কুসুম দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন।
২। এ বার মুখে, হাতে গলায় একটি মেকআপ ব্রাশের সাহায্যে ওই মাস্ক লাগিয়ে নিন।
৩। ১৫ মিনিট ওই ফেসপ্যাকটি লাগিয়ে রাখুন। তার পরে ইষদোষ্ণ জলে ভালোভাবে ধুয়ে ফেলুন।
৪। হালকা হাতে তোয়ালে বা নরম কাপড়ে মুখ মুছে ময়েশ্চারাইজ়ার লাগিয়ে নিন।
বিআলো/শিলি