নিয়ম অগ্রাহ্য করে মধ্যরাতে অনলাইন ক্লাস: জবিতে শিক্ষার্থীদের ক্ষোভ
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাধিক শিক্ষক একাডেমিক নীতিমালা উপেক্ষা করে নিয়মিতভাবে গভীর রাত পর্যন্ত অনলাইনে ক্লাস নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান সাধারণত সকাল থেকে সন্ধ্যার মধ্যে শেষ করার নির্দেশনা রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে জবির কিছু শিক্ষক রাত ৭টা থেকে শুরু করে মধ্যরাত ১২টা—কখনো তারও পরে পর্যন্ত অনলাইন ক্লাস নিচ্ছেন।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলেন, ‘ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় হঠাৎ বন্ধ হওয়ায় সবাই গ্রামে চলে যাই। এরপর অনলাইন ক্লাস শুরু হয়। কিন্তু কিছু শিক্ষক রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত ক্লাস নিচ্ছেন। গ্রামে তো মানুষ সন্ধ্যার পরই ঘুমায়। এতে আমরা সমস্যায় পড়ছি।’
আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘শিক্ষকদের মনে হয় শুধু পরিবারের দায়িত্ব আছে, ছাত্রদের নেই! দিনের বেলায় ক্লাস নেওয়ার সুযোগ থাকলেও অযথা রাত ১২টায় ক্লাস দেন। কেউ আপত্তি তুললে পরে খারাপভাবে নেন—তাই সবাই চুপ।’
অন্য একজন শিক্ষার্থী আরও তীব্র ভাষায় অভিযোগ করে বলেন, ‘শিক্ষকদের অফিস টাইম দিনের বেলা। রাতে ক্লাস নেওয়ার মানে কী? জগন্নাথকে মগের মুল্লুক ভাবছে—যে যেভাবে পারছে ছেলেখেলা করছে।’
উল্লেখ্য, ভূমিকম্পজনিত পরিস্থিতির কারণে গত ২৩ নভেম্বর থেকে জবির একাডেমিক কার্যক্রম সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করে প্রশাসন। পরবর্তীতে ৩০ নভেম্বর থেকে অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত হয়।
শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিআলো/তুরাগ



