নিরপেক্ষতায় একচুলও ছাড় নয়: নির্বাচন কমিশন
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচন কমিশন স্পষ্ট করেছে, নিরপেক্ষতার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না। প্রশাসনের পক্ষপাতের প্রমাণ মিললে কঠোর পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচন জাতির ভাবমূর্তি উজ্জ্বল করার একটি বড় সুযোগ। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে সার্থক করতে হলে স্বচ্ছতা, দৃঢ়তা ও নিরপেক্ষতা বজায় রাখা জরুরি।
মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ইসি সদস্য বলেন, কেউ যেন ভোট দিতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে। বয়স, লিঙ্গ বা অন্য কোনো পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা যাবে না। উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই সবার দায়িত্ব।
সভায় জেলা প্রশাসক, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও আনসার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিআলো/শিলি



