নির্দোষ দাবি করে বহিষ্কৃত যুবদল নেতা তন্ময়
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর যুবদল থেকে বহিষ্কৃত এ এইচ এম শফিক মাহমুদ তন্ময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর দড়িখরবোনা এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে তন্ময় বলেন, “ট্রায়াল দেয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি রাজশাহী মহানগর যুবদলের দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতাম এবং গাড়িটি আইনগতভাবে আমার মালিকানাধীন।”
তিনি জানান, গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে নগরীর সুলতানা বাড এলাকার নুর আল আসাস থেকে তিন লাখ ৫০ হাজার টাকায় গাড়িটি ক্রয় করেন। এর আগে ২০২৪ সালে ৫ মার্চ নুর আল আসাস সৈয়দ জাফর মতিন (রাজিব) থেকে এবং ২০২৩ সালের ৫ মে সৈয়দ জাফর মতিন নুর আহমদের কাছ থেকে গাড়িটি ক্রয় করেছিলেন। ফলে আইনগতভাবে বর্তমানে গাড়িটি তার মালিকানাধীন।
তন্ময় অভিযোগ করেন, নুর আহমদ অসৎ উদ্দেশ্যে তাকে আর্থিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, “গাড়ির ইলেকট্রিক ওয়্যারিংয়ের কাজ করার জন্য গাড়ি নুর আহমদের গ্যারেজে দিয়েছিলাম। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাজ শেষ হয়নি। আমি কাগজপত্র ও টাকা ফেরত চাইলে গাড়ি নিয়ে ফিরে এলাম। পরে দেখলাম চারটি নতুন টায়ার পরিবর্তন করে পুরোনো টায়ার লাগানো হয়েছে এবং সাবউফার খুলে নেওয়া হয়েছে। বিষয়টি জানালে নুর আহমদ তা অস্বীকার করেন।”
তন্ময় সংবাদ সম্মেলনে বলেন, “এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব। সাংবাদিকরা সত্য উদঘাটনে সহযোগিতা করবেন এবং আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের প্রকৃত তথ্য তুলে ধরবেন।”
বিআলো/ইমরান



