• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের সংকট কাটবে না: মির্জা ফখরুল 

     dailybangla 
    26th Mar 2025 1:47 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন– প্রধান উপদেষ্টার এ বক্তব্য অস্পষ্ট, এতে চলমান সংকট কাটবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    বুধবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল।

    মির্জা ফখরুল, ক্ষমতায় যাওয়ার জন্য না, জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতেই দ্রুত ভোটের কথা বলছে বিএনপি। তিনি বলেন, ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। বিএনপি বারবার বলেছে, নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। না হলে দেশের সংকট কাটবে না।

    তিনি বলেন, ‘আমি অত্যন্ত হতাশ হয়েছি, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে। বক্তব্যে তিনি সেই (নির্বাচনের) রোডম্যাপের কথা বলেননি। বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম একবারও উচ্চারণ করেননি। অথচ এটাই ছিল ইতিহাস।’

    তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যে ইতিহাস বিকৃত করেছে, এখন আবারও সেই ইতিহাস বিকৃত হোক সেটা আমরা চাই না। প্রকৃত সত্যকে লালিত করে জনগণের আকাঙ্ক্ষা একটি গণতান্ত্রিক সরকারে যত দ্রুত ফিরে যাওয়া যাবে ততই দ্রুত সব সমাধান হবে বলে আমরা বিশ্বাস করি।’

    মির্জা ফখরুল বলেন, ‘১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে এবং দীর্ঘ নয়মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, মুক্তিযুদ্ধকে সংগঠিত করে দীর্ঘ নয়মাস লড়াই করে স্বাধীনতা অর্জন করেছেন।’

    তিনি উল্লেখ করেন, যে স্বাধীন, সার্বভৌম, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই বাংলাদেশ আজও গঠন করা সম্ভব হয়নি।

    এ সময় মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ওপর নির্মম অত্যাচার করেছে। বিভিন্ন সময় মুক্তিযুদ্ধের চেতনা বিপন্ন করতে নানা ষড়যন্ত্র হয়েছে, তখন সব সময় বিএনপি শক্ত অবস্থান নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিরোধ করেছে বলেও দাবি করেন মির্জা ফখরুল।

    মির্জা ফখরুল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের পক্ষ থেকে জাতিকে শুভেচ্ছা জানান এবং প্রত্যাশা করেন, ‘অতি শিগগির আমরা আমাদের কাঙ্ক্ষিত গণতন্ত্র ফিরে পাব।’

    ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলছে না। বিএনপি জাতির স্বার্থে নির্বাচনের কথা বলছে, নির্বাচিত পার্লামেন্ট ও সরকারের কথা বলছে,’ যোগ করেন তিনি।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930