নির্বাচনে নিরাপত্তায় বড় ভূমিকা রাখবে আনসার বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রতি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের মধ্যে তিনজন থাকবেন অস্ত্রধারী এবং প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবেন আরও একজন অস্ত্রসহ আনসার- জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে মাঠপর্যায়ে আনসার সদস্যরাই সবচেয়ে বড় ভূমিকা রাখবেন। তারা মোট নয়দিন দায়িত্ব পালন করবেন। নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের নিজস্ব অর্থায়নে ক্রয়কৃত ৩১টি যানবাহন হস্তান্তর করা হয়। অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি জানান, প্রতিদিনই অভিযান চলছে এবং নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে উদ্ধার কার্যক্রম আরও জোরদার করা হবে।
বিআলো/শিলি



