নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে রাজনৈতিক ব্যক্তিদের নয়: সিইসি
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য করতে পর্যবেক্ষক নিয়োগে রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিদের না রাখতে দেশীয় সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর সঙ্গে সংলাপে বসে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এ সংলাপে তিনি বলেন, নির্বাচনকে স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।
সিইসি জানান, পর্যবেক্ষক সংস্থাগুলো নির্বাচন কমিশনের সহযোগী হিসেবে কাজ করে, আর তাই তাদের দৃষ্টিকোণ থেকেই পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে চায় ইসি। তিনি বলেন, “আমরা চাই নির্বাচন হোক সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। সেই লক্ষ্য অর্জনে পর্যবেক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
এবার ৮১টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষণের জন্য নিবন্ধন দিয়েছে কমিশন। সংলাপের প্রথম সেশনে ৪১টি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। সিইসি আরও নির্দেশনা দেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মীরা যেন কোনোভাবে রাজনৈতিক প্রচারণা বা কর্মকাণ্ডে অংশ না নেন; এ বিষয়ে সংস্থাগুলোকে কঠোর নজরদারির তাগিদ দেন তিনি।
বিআলো/শিলি



