নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি: সৈয়দা রিজওয়ানা
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচন অবশ্যই হবে, তবে তার আগে ভোটার তালিকা তৈরিসহ নানান কাজ রয়েছে। এর সঙ্গে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। কারণ নির্বাচন দরকার কিন্তু সংস্কারটা জরুরি। সব সংস্কার করেই আমরা নির্বাচন দেব বলে মন্তব্য করেন তিনি। উপদেষ্টা আজ বৃহস্পতিবার সচিবালয়ে তার মন্ত্রণালয়ের অফিস কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেনে।
এসময় তিনি বলেন, আগামী রবিবারের মধ্যে আরো ৫টি সংস্কার কমিশনের গেজেট প্রকাশিত হবে। আরো ৫টি নতুন সংস্কার কমিশন হচ্ছে। স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত সংস্কার কমিশন। আগামী রবিবারের মধ্যে গেজেট হবে। এছাড়া উপদেষ্টা পরিষদ সভায় গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে। বিভিন্ন প্রকল্পে যেন অতিরিক্ত টাকা ধরা না হয়, নির্ধারিত সময়ে শেষ হয়, সেজন্য মনিটরিং নিশ্চিত করার কথা বলা হয়েছে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন অবশ্যই হবে। তবে তার আগে ভোটার তালিকা তৈরিসহ নানান কাজ রয়েছে। এর সঙ্গে সংস্কারকে আলাদা করে দেখার কোনো উপায় নেই। কারণ নির্বাচন দরকার কিন্তু সংস্কারান জরুরি। সব সংস্কার করেই আমরা নির্বাচন দেব বলে মন্তব্য করেন তিনি।
কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে সেটা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে পড়ে না বলেও মন্তব্য করেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তবে এবারের নির্বাচন অতীতের চেয়ে হবে স্বাচ্ছ, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতি ইস্যুতে উপদেষ্টা পরিষদ বৈঠকে আলোচনা হয়নি। কিন্তু এটা সত্য যে, কিছু বিষয়ে রাজনৈতিক ঐকমত্য দরকার। আজকে উপদেষ্টা পরিষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে এ উপদেষ্টা বলেন, সরকারি প্রকল্পগুলো যেন সব দিক থেকে মানসম্মত হয় সেটি নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এজন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের জন্য নির্দেশিকা তৈরি হবে।
বিআলো/তুরাগ