• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নির্বাচন সঠিকভাবে না হলে দেশে বড় বিপর্যয় ঘটবে: ভিপি নুর 

     dailybangla 
    28th Jan 2026 1:53 am  |  অনলাইন সংস্করণ

    মু. জিল্লুর রহমান জুয়েল, (পটুয়াখালী)।। পটুয়াখালী-৩ আসন (গলাচিপা–দশমিনা) থেকে বিএনপির সমর্থিত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (ভিপি নুর) বলেছেন, নির্বাচন সঠিক সময় ও সঠিকভাবে না হলে বাংলাদেশে বড় ধরনের বিপর্যয় ঘটবে। তিনি দাবি করেন, নির্বাচনী পরিবেশ বানচাল করতে দেশি-বিদেশি একটি বড় অপশক্তি সক্রিয়ভাবে কাজ করছে।

    মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গলাচিপা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

    ভিপি নুর বলেন, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার কারণে আমরা চরম শঙ্কা ও নিরাপত্তাহীনতার মধ্যে আছি। তারপরও দেশের স্বার্থে এবং এই নির্বাচনকে উৎসবমুখর করতে আমরা নানা ঝুঁকি নিয়েই নির্বাচনী মাঠে রয়েছি। কারণ এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে জড়িত।

    তিনি আরও বলেন, আমরা আমাদের দায়িত্বশীল অবস্থান থেকে সহনশীল আচরণ করছি এবং অন্যদেরও সহনশীল থাকার আহ্বান জানাই। কিন্তু দুঃখজনকভাবে লক্ষ্য করছি, স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির, ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হুমায়ারা, গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম সরদার, গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান নেছার।

    এ সময় বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031