নির্বাচন সামনে রেখে বিদেশি নাগরিকদের ভিসায় নতুন বিধিনিষেধ
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের বাংলাদেশে প্রবেশ ও অবস্থান নিয়ন্ত্রণে নতুন ভিসা নির্দেশনা দিয়েছে সরকার। আগমনী ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই এই নির্দেশনা কার্যকর হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৫ শাখার উপ-সচিব মো. শফিকুল ইসলামের সই করা আদেশে জানানো হয়, বিদ্যমান ভিসা নীতিমালা অনুসরণ করে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশন ও দূতাবাসগুলোকে নির্দিষ্ট উদ্দেশ্য অনুযায়ী ভিসা দিতে হবে। আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাধ্যতামূলক করা হয়েছে।
অন অ্যারাইভাল ভিসার ক্ষেত্রে আগমনের উদ্দেশ্য, স্পন্সর, আবাসস্থল ও ফিরতি টিকিটসহ সব তথ্য খুঁটিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো অসঙ্গতি বা সন্দেহ দেখা দিলে ভিসা না দেওয়ার কথাও বলা হয়েছে।
বিদেশি সামরিক বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের আগমনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। পাশাপাশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের জন্য নির্বাচন কমিশনের সুপারিশ অনুযায়ী নির্ধারিত সময়ের জন্য বিশেষ সিলযুক্ত ভিসা দেওয়া হবে।
বিআলো/শিলি



