• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে: আমিনুল হক 

     dailybangla 
    15th Dec 2024 7:51 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারই জনগণকে সাথে নিয়ে রাষ্ট্র সংস্কার ও দেশ পরিচালনা করবে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সাবেক সাফজয়ী ফুটবলার আমিনুল হক।

    অন্তবর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, সংস্কার কখনও নির্দিষ্ট সময়ের ভিতরে করা যায় না,এটা একটি চলমান প্রক্রিয়া,যখন যে সমস্যা আসবে তখন সেই সমস্যার সমাধান করতে হবে।
    বাংলাদেশের জনগণ আপনাদেরকে “অন্তবর্তীকালীন” দায়িত্ব দিয়েছে।আপনাদের যে যে জায়গায় চলমান সংস্কার কাজগুলো রয়েছে- আপনারা সেই সংস্কার কাজগুলো করুন,পরবর্তীতে জনগণের ভোটে দেশে যখন একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে,তখন সেই নির্বাচিত সরকারই দলমত নির্বিশেষে জনগণকে সাথে নিয়ে সংষ্কার করবে।

    আজ (১৫ ডিসেম্বর) রবিবার বিকেলে মিরপুর ৬ নম্বর সেকশন মুকুল ফৌজ মাঠে পল্লবী থানা যুবদলের আয়োজনে পল্লবী থানাধীন বিভিন্ন স্কুলের ক্ষুদে ছাত্র-ছাত্রীদের নিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

    আমিনুল হক বলেন,গত ১৫ বছর ধরে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে তাকিয়ে আছে,কখন তারা তাদের নাগরিক অধিকার- ভোটাধিকার প্রয়োগ করবে। দেশের জনগণ সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট উৎসবের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবে।জনগণ সেই ভোট উৎসবের অপেক্ষায় রয়েছে।

    রাষ্ট্র সংস্কার মেরামতের ৩১ দফা হচ্ছে একটি রুপরেখা উল্লেখ করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন,সেই ৩১ দফার মাধ্যমে আমরা রাস্ট্র মেরামতের ফলে বাংলাদেশকে একটি সুউচ্চ জায়গায় নিয়ে যেতে পারব।

    পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হুসাইন খান সঞ্চালনা ও পল্লবী থানা যুবদলের সভাপতি নূর সালাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা,এছাড়া অনুষ্ঠানে ছিলেন, স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর সাবেক সভাপতি আনোয়ার হোসেন, জাসাস ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক এ্যাড লিটন,পল্লবী থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ আলী গাজী,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান,মোতালেব হোসেন রতন, সাবেক সিনিয়র সহসভাপতি হাজী তৈয়ব,রুপনগর থানা বিএনপি যুগ্ম আহবায়ক খায়রুল আলম নয়ন,থানা সদস্য এম আশরাফুল ইসলাম,পল্লবী থানা যুবদল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ওয়াহিদুজ্জামান ফরহাদ সাধারণ সম্পাদক আউয়াল ইসলাম তপন,৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু,পল্লবী থানা শ্রমিক দলের আহবায়ক বশিরুল আলম,পল্লবী থানা ছাত্রদল সভাপতি জুয়েল খন্দকার, রুপনগর থানা ছাত্রদল সভাপতি মনিরুজ্জামান রনি,যুবদল ৩ নম্বর ওয়ার্ড আহবায়ক দেওয়ান বিপ্লব সদস্য সচিব ফরহাদ হোসেন রাজন,মহিলাদল রুপনগর থানার সদস্য সচিব শিল্পী আক্তার,পল্লবী থানার ৬ নম্বর ওয়ার্ড সদস্য সচিব নাছিমা হাওলাদার, পল্লবীর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা সাদ্দাম হোসেন,পল্লবীর বিএনপি নেতা সায়মন মোল্লা সহ প্রমুখ।

    নারী উদ্যোক্তা মেলা: পরে মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে নারী সফলতার অগ্রযাত্রার উদ্যোগে নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমিনুল হক।অনুষ্ঠানে “নারী সফলতার অগ্রযাত্রা” পরিচালক নাজনীন আক্তার,বিএনপি মহানগর উত্তর যুগ্ম আহবায়ক মাহাবুব আলম মন্টু,পল্লবী থানা ডিএমপির ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল বক্তব্য রাখেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031