নীলফামারীতে বিভাগীয় লেখক পরিষদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নাজমুল হুদা, নীলফামারী: নীলফামারীতে উৎসবমুখর পরিবেশে বিভাগীয় লেখক পরিষদ রংপুরের নীলফামারী জেলা শাখার ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে নীলফামারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে এক সাহিত্যসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে সাহিত্যসভা উদ্বোধন করেন বিভাগীয় লেখক পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক জাকির আহমেদ। প্রধান অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও লেখক আবু হেনা মোস্তফা কামাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মজনুর রহমান এবং নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মো. আব্দুর রউফ চৌধুরী।
নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখার সভাপতি বিশিষ্ট কবি ও লেখক মনি খন্দকার।
সাহিত্যসভায় নীলফামারীসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত কবি ও লেখকরা স্বরচিত কবিতা আবৃত্তি করেন। কবিতা পাঠ করেন এস. কে. মহসিন আলী (জলঢাকা), ক. ক. আব্দুস সোবহান (দিনাজপুর), আজমা আহসান (নীলফামারী), বীর মুক্তিযোদ্ধা আব্দুল গাফফার (জলঢাকা), খবির আহমদ, রাজ্জাক দুলাল (নীলফামারী), গোলাম ফারুক (ডোমার), মিলি চৌধুরী, প্রকাশ চন্দ্র রায় ও সুনির্মল কুমার রায় (কিশোরগঞ্জ), সুজাউল আজাদ আবির (জলঢাকা), সুবাশ ঋষি লিংকন (নীলফামারী), আনোয়ারুল হক (ডোমার), মো. মোমিনুল ইসলাম (সৈয়দপুর), গুলশান আরা মোনা (নীলফামারী) প্রমুখ।
অনুষ্ঠানজুড়ে সাহিত্যচর্চা ও সৃজনশীলতার এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
বিআলো/তুরাগ



