• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন আমিনুল হক 

     dailybangla 
    28th Nov 2024 8:49 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক দলের জন্য নেতাকর্মীদের শ্রদ্ধাশীল ও আনুগত্য হয়ে ত্যাগ স্বীকার করে কাজ করতে শপথ করিয়ে বলেন-“আমরা সকলেই দলের সকল নির্দেশনা,সকল কার্যক্রম, আমরা ওয়াদাবদ্ধ হচ্ছি যে,আমরা সকলেই অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ”।

    আজ (বৃহস্পতিবার) ২৮ নভেম্বর বিকেলে পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নবগঠিত কমিটির পরিচিতিও যৌথসভায় আমিনুল হক দলের নেতাকর্মীদের নিয়ে এ শপথ পাঠ করান।

    স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে দেশে দুঃশাসন করেছে, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে, আমরা সেই রাজনীতি করতে চাই না উল্লেখ করে আমিনুল হক বলেন, আমরা চাই মানুষের উন্নয়ন করতে, মানুষের ভাগ্যের উন্নয়ন করতে।মানুষের পাশে থেকে কাজ করতে। এদেশের জনগণ কি চায়? আমরা সেই কাজটি করব; সেই কাজটি করাই হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই লক্ষ্য নিয়েই আমাদের এগুতে হবে।

    দলীয় নেতাকর্মীদের হুশিয়ার উচ্চারণ করে তিনি বলেন,পতিত আওয়ামীলীগ থেকে সুবিধাবাদীরা তারা আপনাদের কাউকে সুযোগ সুবিধা দিয়ে অনুপ্রবেশ করার চেষ্টা করছে। আপনারা এটা করতে যাবেন না। গত ১৭ বছরের ঝন্জাল সাফ করতে গিয়ে আপনারাও যদি কেউ ঝন্জালের সাথে জড়িয়ে যান,তাহলে কিন্তু দীর্ঘ ১৭ বছর ধরে আপনারা যে কষ্ট করেছেন, নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন, সেই ১৭ বছরের কষ্ট একদিনেই কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে।

    তিনি বলেন, আপনারা গত ১৭ বছরে মামলা হামলা, নির্যাতন ও নিপীড়নের স্বীকার হয়ে একেক জন নেতাকর্মী খাঁটি সোনা হয়ে গেছেন, এই খাঁটি সোনার ভিতরে আপনারা খাদ ঢুকাবেন না।এজন্য সকলে সতর্ক থাকুন।

    দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার শেখ হাসিনা সরকার আমাদের ওপরে যে পরিমাণ মামলা হামলা,জুলুম নির্যাতন ও নিপীড়ন চালিয়েছে,আমাদের বহু ভাইদের গুম খুন ও হত্যা করেছে, আপনাদের ওপর যে পরিমাণ প্রভাব বিস্তার করেছে,আমাদেরকে বারবার জেলে যেতে হয়েছে, আমাদের ওপরে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করেছে, এই ১৭ বছরের ইতিহাস দয়া করে কেউ ভূলবেন না।

    নবগঠিত কমিটির সদস্যসচিব মোস্তফা জামান এর সঞ্চালনায় যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,আক্তার হোসেন,আতাউর রহমান চেয়ারম্যান,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, তুহিরুল ইসলাম তুহিন, এম কফিল উদ্দিন আহমেদ,আফাজ উদ্দিন,হাজী মোঃ ইউসুফ,শাহআলম, মাহাবুবুল আলম মন্টু, মহানগর উত্তর এর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, আলী আকবর আলী, এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, জাহাঙ্গীর মোল্লা, শফিকুল ইসলাম শাহিন, রেজাউর রহমান ফাহিম, নজরুল ইসলাম, হুমায়ুন কবির রওশন, জিয়াউর রহমান জিয়া, আবুল হোসেন আব্দুল, আশরাফুজাহান জাহান, হাফিজুল হাসান শুভ্র, শামীম পারভেজ, মনিরুল আলম রাহিমী, আবুল কালাম আজাদ, মাহাবুবুল হক ভূঁইয়া শাহিন,সাজ্জাদ হোসেন মোল্লা, ফারুক হোসেন ভূঁইয়া, নাসির উদ্দিন, মোঃ আলী, নুরুল হুদা ভূঁইয়া,মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান,এ এস এম খালেদ,এমএস আহমাদ আলী, ইব্রাহিম খলিল(সহ-দফতর),সোহেল রানা, মাহাবুবুর রহমান, হান্নানুর রহমান ভূঁইয়া, জাহেদ পারভেজ চৌধুরী ও তাসলিমা রিতা প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপির দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031