নেত্রকোণা জেলা প্রেসক্লাব নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপএ দাখিল
dailybangla
09th Mar 2025 9:25 pm | অনলাইন সংস্করণ
সুপ্রিয় সরকার রাজু ,নেত্রকোণা : নেত্রকোনা জেলা প্রেসক্লাবের ১৫ মার্চ দ্বিবার্ষিক নির্বাচনে সহ-সভাপতি, সাধারন সম্পাদকসহ ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্ধি প্রার্থীরা রোববার জেলা প্রেসক্লাব মিলনায়তনে সহকারী প্রিজাইডিং অফিসারের নিকট তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। জানা গেছে, জেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে (সাংবাদিক কোঠায়) সহ-সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও সাংবাদিক জাহিদ হাসান, সাধারন সম্পাদক পদে জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, দিলওয়ার খান, একেএম আব্দুল্লাহ, মনিরুজ্জামান মহসিন, হানিফ উল্লাহ আকাশ, যুগ্ম সম্পাদক পদে নাজমুশ শাহাদাত নাজু ও সোহান আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মো. আনিসুর রহমান, কোষাধ্যক্ষ পদে সুজাদুল ইসলাম ফারাস, মনোরঞ্জন সরকার, মোজাহিদুল ইসলাম সবুজসহ প্রার্থীরা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সহকারী প্রিজাইডিং অফিসার অধ্যাপক রুহুল আমিনের নিকট তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। উল্লেখ্য, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সভাপতি পদে পদাধিকারবলে নেত্রকোনা জেলা প্রশাসক দায়িত্ব পালন করছেন।