• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নেত্রকোনার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন 

     dailybangla 
    15th Apr 2025 8:16 pm  |  অনলাইন সংস্করণ

    সুপ্রিয় সরকার রাজু, নেত্রকোণা:  ১৪ এপ্রিল বাংলা নববর্ষ ১৪৩২, পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ষবরণে নেত্রকোণা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা পুরাতন কালেক্টরেট মাঠ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় পুরাতন কালেক্টরেট মাঠে গিয়ে শেষ হয়। শুভ নববর্ষ উপলক্ষে পুরাতন কালেক্টরেট মাঠে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শোভাযাত্রায় নেত্রকোণা জেলা প্রশাসনের জেলা প্রশাসক বনানী বিশ্বাস এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ-পিপিএম সহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ এবং সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

    বৈশাখী শোভাযাত্রায় তুলে ধরা হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য। বাঙালির হৃদয়ে প্রকৃতি এক অদৃশ্য সুরে বাঁধা। ষড়ঋতুর লীলাভূমিতে ঝড়-বৃষ্টির দামামা বাজিয়ে, ধুলোবালির মেঘ উড়িয়ে, বজ্রের গর্জনে কাঁপিয়ে বৈশাখ এসেছে এক নবজাগরণের প্রতীক হয়ে। বৈশাখের প্রতীক কৃষ্ণচূড়ার ডালেও লেগেছে আগুন, যেন বলছে-এসেছে উৎসব, এসেছে রঙ, এসেছে বৈশাখ।

    বৈশাখে কেবল প্রকৃতিই নয়, জেগে ওঠে বাঙালির হৃদয়। বাঙালির জীবনচক্রে প্রকৃতির মেজাজি সন্তান বৈশাখ যেন অনিবার্য। তাইতো এবারের পহেলা বৈশাখও এসেছে ভিন্ন রূপে। এ বৈশাখ শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর শুরু করার নয়, এ একটি নতুন সময়ের সূচনা। জেলা প্রশাসনের আয়োজনে এই উৎসব সকল শ্রেণীপেশার মানুষের মাঝে নববর্ষের আনন্দ ছড়িয়ে দেবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2025
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930