নেত্রকোনা পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক
সুপ্রিয় সরকার রাজু, নেত্রকোনা: গত রবিবার সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে নেত্রকোণা জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন মির্জা সায়েম মাহমুদ, পিপিএম পুলিশ সুপার, নেত্রকোনা। তিনি পৌর শহরের মহাবীর সেবক সংঘ বড় বাজার মণ্ডপ, কালীবাড়ি পূজা কমিটি সাতপাই, রামকৃষ্ণ আশ্রম পূজা সাতপাই ও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা, খোঁজখবর নেওয়া এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে নেত্রকোণা জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিক ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ