• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    নেপালে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ 

     dailybangla 
    11th Nov 2024 8:23 pm  |  অনলাইন সংস্করণ

    নিউজ ডেস্ক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর স্থাপত্য বিভাগের শিক্ষকদের একটি দল ও আর্ট এবং ফটোগ্রাফি ক্লাবের শিক্ষার্থীরা নেপালের কাঠমান্ডুতে ১৩ তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আয়োজন করে।

    সেই সাথে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষা বিনিময় কার্যক্রমেও তারা অংশগ্রহণ করেন। শিক্ষকদের এই দলে আছেন অধ্যাপক ড: সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক মুজতবা আহসান, সহকারী অধ্যাপক শাহরিয়ার ইকবাল রাজ ও প্রভাষক এ কে এম সালেহ আহমেদ অনিক। দলের প্রত্যেকে তাদের স্বীয় অভিজ্ঞতার মাধ্যমে এই আন্তর্জাতিক শিক্ষা বিনিময় প্রকল্পে অবদান রাখে।

    ইন্টারন্যাশনাল ইন্ট্রার ইউনিভার্সিটি ফটোগ্রাফি এক্সিবিশন (আইআইইউপিই) অনেক বছর ধরে চলে আসা একটি আন্তর্জাতিক আয়োজন, যা এবার ৮-৯ নভেম্বর কাঠমান্ডুর সিদ্ধার্থ আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। এ বছরের আয়োজনে আগের সব রেকর্ড ভেঙে ৫০ টি দেশের ৪৫০ শিক্ষার্থীর ১৮ হাজার ছবি জমা পড়েছে। জমা হওয়া ছবিগুলোর আঙ্গিকগত বৈচিত্র্য এই আয়োজনের গভীরতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক আলোকচিত্রী ও লেখক জেফ গ্রিনোয়াল্ড ও ভিজ্যুয়াল আর্টিস্ট সারাহ নেলসন এই প্রদর্শনী উদ্বোধন করেন।
    ১০ নভেম্বর শিক্ষকদের দল কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগে একটি শিক্ষা বিনিময় কার্যক্রম পরিচালনা করেন। এতে ছিল বিষয়ভিত্তিক উপস্থাপনা ও জ্ঞান আদান প্রদানের ব্যাবস্থা। এছাড়াও এ কে এম সালেহ আহমেদ অনিক বক্তব্য রাখেন বায়ো কোডিং এর উপরে।

    এই বক্তৃতার মাধ্যমে তিনি তুলে ধরেন মানুষ, জীব ও কৃত্রিম বুদ্ধিমত্তার এর মধ্যকার সম্পর্ক ও এটি কীভাবে স্থাপত্য নকশা ও পরিবেশগত নকশায় কাজে লাগানো যায়, তা কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাখ্যা করেন। সেই সাথে কাঠমান্ডু বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের প্রধান ডঃ বিন্দু শ্রেষ্ঠা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর স্থাপত্য বিভাগের প্রধান শাহরিয়ার ইকবাল রাজ এই দুই প্রতিষ্ঠানের ভবিষ্যতে একসাথে কাজ করার সুযোগগুলো খতিয়ে দেখেন। তাদের আলোচনায় গুরুত্ব পেয়েছিল যৌথ গবেষণা প্রকল্প, প্রাতিষ্ঠানিক সম্পর্কের উন্নয়ন, এবং দুই দেশের মধ্যে শিক্ষা ও সংযোগের সুযোগ বৃদ্ধির বিষয়গুলো।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2024
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031