• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    নোয়াখালীতে পরিবহনে স্টিকার-রশিদ দিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৩৪ 

     dailybangla 
    25th Jun 2024 9:39 pm  |  অনলাইন সংস্করণ

    বখতিয়ার শিকদার: নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন পরিবহন থেকে চাঁদা নেওয়ার সময় ৩৪ চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় চাঁদা আদায়ের নগদ ৯৮ হাজার ৫১৫ টাকা, ৩৪টি মোবাইল, লাঠি এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়। মঙ্গলবার (২৫ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। এর আগে সোমবার দুপুরে জেলার সদর ও বেগমগঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয়। র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চাঁদাবাজির সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। তারা নোয়াখালী জেলা শহর মাইজদী, মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুরের এবং বেগমগঞ্জের চৌমুহনী, চৌরাস্তাসহ বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি, সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে চাঁদাবাজি করে।

    চাঁদাবাজরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপর অবস্থান নেয়। এরপর দেশের বিভিন্ন স্থান থেকে ও আভ্যন্তরীণ পণ্যবাহী যানবাহন ঢাকা ও চট্টগ্রাম থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে থাকে। কিছু কিছু ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকে। ড্রাইভাররা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাঙচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করে। র‍্যাব-১১, সি-ি পসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, চক্রটি জেলার বিভিন্ন এলাকার সড়ক-মহাসড়ক থেকে প্রতি রাতে পণ্যবাহী গাড়ি, সিএনজি, অটোরিকশা চালকদের থেকে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানা যায়।

    গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা ও সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযোগ রয়েছে, জেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন থেকে পরিবহনে বিভিন্ন স্টিকার প্রদর্শন করে চাঁদা আদায়, মাসিক চাঁদা আদায় এবং সড়কে পরিবহন চালানোর শুরুতে ভর্তির নামে নির্দিষ্ট হারে চাঁদা আদায় করে আসছে একটি চক্র। চাঁদা আদায়ের বিষয়টি প্রকাশ্যে হলেও প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় পরিবহন মালিক ও শ্রমিকরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায় না। র‍্যাব-এর অভিযানে চাঁদাবাজ গ্রেপ্তার হওয়ায় খুশি পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031