সুবর্ণ এক্সপ্রেস ট্রেন দ্রুত চালুর দাবিতে রেল মন্ত্রীর সাথে বৈঠকে (নোবিবাসক)
নিজস্ব প্রতিবেদকঃ নোয়াখালী জেলার কমিউনিটি আন্দোলনের বৃহত্তর সংগঠন ‘নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটি’ আজ বাংলাদেশ সচিবাল সংলগ্ন রেল ভবনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জনাব, জিল্লুর হাকিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক- এম এইচ রহমান ফুয়াদের নেতৃত্বে কমিটির একটি প্রতিনিধি দল মাননীয় মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন। এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি বাস্তবায়নে বিলম্ব হওয়ায় রেল মন্ত্রী সামনে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেন। তবে নতুন ইঞ্জিন ও বগি এবং ড্রাইভার সংকটের কারনে সুবর্ন এক্সপ্রেস ট্রেনটি চালু হতে বিলম্ব হচ্ছে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী বলেন, আমাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে, তবে তবে কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে এটি আরও ৬মাস বিলম্ব হবে এবং ১৯৮৫ সাল থেকে এই পর্যন্ত নোয়াখালী জেলা কোন নতুন ট্রেন বরাদ্দ না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন।
বৈঠকে চলমান উপকূল এক্সপ্রেস দু’টো মধ্যে একটি বন্ধ করে দেওয়া নিয়ে বক্তারা অভিযোগ করেন এবং ট্রেনটি দ্রুত চালুর দাবী জানান। এছাড়া লাকসামে পড়ে থাকা ট্রেনটি চালু করে দেওয়া ও ঢাকা টু নোয়াখালী রুটে ৫টি স্টোপেজ কমিয়ে আনার যৌক্তিকতা তুলে ধরেন, বর্তমান সর্বশেষ স্টপেজ সোনাপুর থেকে লাইনটি চেয়ারম্যান ঘাট পর্যন্ত সম্প্রসারন এর জোর দাবী জানানো হয়, এবং ব্রাহ্মন বাড়িয়া, আখাউড়া, নরসিংদী স্টপেজে নোয়াখালীগামী যাত্রীদের নানান হয়রানীর তথ্য বিবরণ রেল মন্ত্রী সামনে তুলে ধরেন।
এই সময়ে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, সোহাগ চৌধুরী, সাংবাদিক নেতা ও সম্পাদক মহিন উদ্দিন চৌধুরী লিটন, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক, সাজ্জাদুল ইসলাম, সংগঠনের, মহিলা বিষয়ক সম্পাদক, নাদিয়া নার্গিস, সাংবাদিক হামিদ রনি,সংগঠনের নেতা রিপন সালাউদ্দিন, নুর আলম করুন , রফিকুল পিন্স, মাহাবুব রহমান সুবুজ, রাফি আলম এমরান খলিল,মোহন সহ সংগঠনে আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ