• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বিএনপির প্রতিশ্রুতি: শহীদ পরিবারগুলোকে দেওয়া হবে রাষ্ট্রীয় মর্যাদা 

     dailybangla 
    02nd Aug 2025 8:55 pm  |  অনলাইন সংস্করণ

    স্বৈরাচারমুক্ত গণতন্ত্রই চূড়ান্ত লক্ষ্য — আমিনুল হক

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আত্মত্যাগ যেন অমূল্য না হয়—এটি নিশ্চিত করাই বিএনপির দায়িত্ব। বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হবে।”

    শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-তে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

    তিনি আরও বলেন, “তারেক রহমান সবসময় বলেন—জনগণের পাশে থাকতে হবে। শহীদদের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসে চিরস্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি আমাদের রয়েছে।”

    আন্দোলনের সময় দেওয়া দীর্ঘ রিমান্ডের প্রসঙ্গ টেনে আমিনুল বলেন, “আমরা ১৩ দিন রিমান্ডে থেকেও আন্দোলন ছাড়িনি। অথচ কিছু লোক তখনই সরকারের সঙ্গে আপস করে নেয় এবং আজ নিজেদের স্বার্থে রাজনীতি করছে।”

    নতুন রাজনৈতিক দলের আবরণে স্বাধীনতাবিরোধী শক্তির প্রত্যাবর্তনের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, “আলবদর বাহিনীর আদলে গঠিত গোষ্ঠী আবারও রাজনীতির মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে, তবে জনগণ এখন অনেক বেশি সচেতন।”

    বর্তমান রাজনৈতিক সংকট এবং নির্বাচন ঘিরে নাটকীয়তার বিষয়ে আমিনুল হক বলেন, “সংস্কারের নামে চলছে একধরনের চক্রান্ত। অথচ তারেক রহমান আগেই ২৭ দফা সংস্কার প্রস্তাব দিয়েছেন। সেই রূপরেখাই বাস্তব পরিবর্তনের উপযুক্ত পথ।”

    আলোচনার শেষ দিকে তিনি বলেন, “তারেক রহমান শহীদ পরিবারগুলোর পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্য দিতে হবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সঠিক বিচারের মাধ্যমে।”

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031