• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলন 

     dailybangla 
    02nd Jul 2025 8:22 pm  |  অনলাইন সংস্করণ

    পটুয়াখালী প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর পর পটুয়াখালী জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (২ জুলাই)। সকাল থেকে জেলার বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ব্যায়ামাগার এলাকায় জমায়েত হন দলের নেতাকর্মীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করেই সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

    উদ্বোধনের পর আয়োজনকে আরও বর্ণিল করে তোলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া এবং সঞ্চালনা করেন সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেনসহ কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

    বিকেলে ভার্চুয়ালি সম্মেলনের প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

    প্রথম অধিবেশন শেষে একই স্থানে শুরু হয় দ্বিতীয় অধিবেশন, যেখানে সরাসরি ভোট প্রদান করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন ১,৫১৪ জন কাউন্সিলর ও ডেলিগেট। টানা চার ঘণ্টা ধরে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ।

    সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন: স্নেহাংশু সরকার কুট্টি, মাকসুদ আহমেদ বায়জিদ পান্না। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন: অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, বশির আহমেদ মৃধা, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, মো. সাইদুর রহমান তালুকদার সাঈদ, মো. মনিরুল ইসলাম লিটন, দেলোয়ার হোসেন খান নান্নু।

    দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন স্থবির থাকা সাংগঠনিক কার্যক্রম পুনর্জাগরণের লক্ষ্যে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।২০০২ সালের ১৪ এপ্রিল পটুয়াখালী জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনের মাধ্যমে দ্বিবার্ষিক কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটির মেয়াদ শেষ হয় ২০০৪ সালে, কিন্তু কার্যক্রম চলে ২০০৯ সাল পর্যন্ত।
    পরে, ২০০৯ সালের ৯ জুন আহ্বায়ক হিসেবে আবদুর রশিদ চুন্নু মিয়াকে দায়িত্ব দিয়ে গঠিত হয় ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি, যা পরে ৫৮ সদস্যে উন্নীত হয়।

    ২০১৩ সালের ১৪ মে কেন্দ্রীয় সিদ্ধান্তে আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও এম.এ. রব মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৬৯ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়, যা ২০২০ সালের ২ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করে।

    এরপর ২০২০ সালের ৩ নভেম্বর পুনরায় আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক ও স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্য সচিব করে গঠিত হয় ৩১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি, যার অধীনেই এই সম্মেলন অনুষ্ঠিত হলো।

    বিআলো/এফএইচএস

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031