• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পটুয়াখালী-১ আসনে বিএনপির প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী 

     dailybangla 
    03rd Nov 2025 10:05 pm  |  অনলাইন সংস্করণ

    মির্জাগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ) আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

    সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ২৩৭টি আসনের চূড়ান্ত প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

    আলতাফ হোসেন চৌধুরীর কর্মজীবন প্রতিটি পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাকিস্তান বিমান বাহিনীতে যোগ দেন একজন যোদ্ধা পাইলট হিসেবে এবং ড্যাসল্ট মিরাজের প্রধান পাইলট হিসেবে প্রশিক্ষণ অর্জন করেন। ১৯৭১ সালে তিনি ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। ১৯৭২ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে স্কোয়াড্রন লিডার হিসেবে যোগদান করেন।

    ১৯৭৪–১৯৭৭ সাল পর্যন্ত তিনি পাইলট প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১–১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ছিলেন। ১৯৯৫ সালে সামরিক চাকরি থেকে অবসর নেওয়ার পর বিএনপিতে যোগ দেন।

    বিএনপি সরকারের সময় (২০০১–২০০৬) বিভিন্ন মন্ত্রণালয় ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ সালে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি হন। ২০০৮ এবং ২০১৮ সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শাহজাহান মিয়ার কাছে পরাজিত হন। ২০১৬ সাল থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031