পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন ফরম সংগ্রহ
মু. জিল্লুর রহমান জুয়েল: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে দশমিনা উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কার্যালয় থেকে নুরুল হক নূরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তাঁর বাবা মো. ইদ্রিস হাওলাদার। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ এবং দলীয় সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর (উত্তর) শাখার সহ-সভাপতি মো. মিজানুর রহমান, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কালাম পঞ্চায়েত, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. লিয়ার হোসেন হাওলাদার, গলাচিপা উপজেলা আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির মুন্সী, দশমিনা উপজেলা সাধারণ সম্পাদক মো. মিলন মাতুব্বর এবং উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কে.এম. ইমরান শাহীন।
এছাড়াও গলাচিপা ও দশমিনা উপজেলার গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন।
বিআলো/এফএইচএস



