পটুয়াখালী-৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ
মু. জিল্লুর রহমান জুয়েল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
রোববার সকালে সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানের কার্যালয় থেকে উপজেলা নির্বাচন অফিসার মো. হোসেন এবং প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকজ্জামানের উপস্থিতিতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন গলাচিপা উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন- গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সিনিয়র সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সভাপতি (সাবেক ভিপি) মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান শাহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, পটুয়াখালী-৩ আসনে জনগণের প্রত্যাশা পূরণে বিএনপি প্রার্থীর ভূমিকা পালনে তাঁরা ঐক্যবদ্ধ ও প্রস্তুত। তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান।
বিআলো/এফএইচএস



