পদ্মা ব্যাংকের ১২৮তম পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত
dailybangla
03rd Jul 2025 5:50 pm | অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিবেদক: পদ্মা ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের ১২৮তম সভা ২ জুলাই ২০২৫, বুধবার অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ শওকত আলী খান।
সভায় উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মজিবর রহমান, অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পরিচালক তামিম মারজান হুদা, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার মোঃ রোকনুজ্জামান এবং এএইচএম আরিফুল ইসলাম এফসিএ।
পদ্মা ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) কাজী মোঃ তালহা সভা পরিচালনা করেন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন ভূঁইয়া পর্যবেক্ষক হিসেবে সভায় উপস্থিত ছিলেন।
বিআলো/তুরাগ