পবিপ্রবিতে নতুন প্রো-ভিসি ও ট্রেজারার নিযুক্ত
দুমকি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার পদে নিযুক্ত হলেন প্রফেসর মোঃ আঃ লতিফ।রবিবার (২৭ অক্টোবর) মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদন ক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র সহকারী সচিব এ,এস,এম কাসেম স্বাক্ষরিত পৃথক ২টি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১এর১৩(১) ধারা অনুযায়ী পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীট বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান’কে শর্ত সাপেক্ষে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হলো। অপর প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন তত্ব এবং উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর মোঃ আঃ লতিফ’কে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শর্তসাপেক্ষে যোগদানের তারিখ থেকে আগামী ৪ বছরের জন্য নিয়োগ দেয়া হলো।