• যোগাযোগ
  • অভিযোগ
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ
    • যোগাযোগ
    • অভিযোগ
    • ই-পেপার

    পরামর্শক কমিটি যা বলছে, সরকার করছে উল্টো 

     dailybangla 
    04th Aug 2021 2:10 am  |  অনলাইন সংস্করণ

    মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রণে পরামর্শক কমিটি যা বলছে সরকার তার উল্টোটা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

    মঙ্গলবার দুপুরে শেরপুরে বিএনপির পক্ষ থেকে ভার্চুয়ালি করোনার হেল্প সেন্টার উদ্বোধনকালে তিনি এ অভিযোগ করেন।

    বিভিন্ন জায়গায় করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া হয়েছে অভিযোগ করে নজরুল ইসলাম খান বলেন, এটি অমানবিক।যেখানে করোনায় আক্রান্ত হয়ে প্রতিদিন শত শত মানুষ মৃত্যুবরণ করছে, যেখানে এই মহামারিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা সেখানে করোনার হেল্প সেন্টারে বাধা দেওয়া সত্যিই অমানবিক। আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জাবোধ করছি।

    কার হুকুমে বাধা দেওয়া হয়েছে বিভাগীয় নেতাকর্মীদের খোঁজ নেওয়ার অনুরোধ জানান বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য।

    এ সময় টিকাদান নিয়েও সমালোচনা করেন নজরুল। বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে আফ্রিকার দরিদ্রতম দেশগুলো থেকেও পিছিয়ে বাংলাদেশ। যুদ্ধবিধ্বস্ত ইরাক, আফগানিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ। এ অবস্থায় সরকারের উচিত সবাইকে টিকাদানে উৎসাহিত করা।

    করোনার মধ্যে গার্মেন্টস খুলে দেওয়ার বিষয়ে তিনি বলেন, শ্রম মন্ত্রণালয় বলছে- মালিকরা তাদের কথা শুনছেন না। জনগণের জন্য কল্যাণকর এবং যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না নিলে কেউ মানবে না এটাই স্বাভাবিক।

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    July 2024
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031