পরিবেশগত ছাড়পত্র পেল আবাসন কোম্পানি নতুনধরা!
dailybangla
16th Jan 2025 6:44 pm | অনলাইন সংস্করণ
মো. ইব্রাহীম হোসেন: পরিবেশ অধিদপ্তর কর্তৃক অবস্থানগত ছাড়পত্র ও এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) অনুমোদনের পর এবার শতভাগ সফলতার সাথে পরিবেশগত ছাড়পত্র পাওয়ার অসামান্য গৌরব অর্জন করলো দেশের শতভাগ পরিবেশবান্ধব আবাসন কোম্পানি নতুনধরা এসেটস্ লিমিটেড!
ইতিপূর্বে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) কর্তৃক ছাড়পত্র, সংশ্লিষ্ট জেলা প্রশাসন কর্তৃক দায়মুক্তি সনদ, জেলা প্রশাসন কর্তৃক ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়াল অনুযায়ী জমিক্রয় ও মিউটেশন করার অনুমোদন ও সরকারী ভূমি উন্নয়ন কর প্রদানে সর্বোচ্চ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট উপজেলা রাজস্ব কমিটি কর্তৃক বিশেষ সম্মাননা স্বারক পাওয়ার গৌরব অর্জন করেছে নতুনধরা এসেটস্ লিমিটেড!
বিআলো/তুরাগ