• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন ব্যাপক জনসচেতনতা: ইউএনও 

     dailybangla 
    25th Oct 2024 10:51 pm  |  অনলাইন সংস্করণ

    সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর: ঐক্য শান্তি সম্প্রীতি মেনে চলব রীতিনীতি এই শ্লোগানকে ধারণ করে চাঁদপুরের স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের আয়োজনে পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্নে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

    আজ শুক্রবার পরিষ্কার পরিছন্নতার পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক সাখাওয়াত জামিল সৈকত।

    তিনি বলেন, সুস্থ ও ভালো থাকতে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরন গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা পরিস্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেছে। তারা সদর উপজেলা কার্যালয়কে ঝকঝকে করে তুলেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আমরা রোগ প্রতিরোধ করে সুস্থ থাকার প্রত্যয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।

    উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত বলেন, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে কি না নিয়মিত তদারকি এবং ব্যবহারকারীদের জন্য ময়লার পাত্র সরবরাহ করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে এটা আমাদের প্রথম পদক্ষেপ।

    মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার প্রধান এবং প্রথম শর্ত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তা সত্ত্বেও আমরা প্রতিনিয়ত প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের এই সুন্দর পৃথিবীকে ক্রমশ অপরিচ্ছন্ন করে তুলছি। একটি সুন্দর এবং পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টিতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবার সম্মিলিত ভাবেই চাঁদপুরকে একটি বাসযোগ্য পরিবেশ দেওয়া সম্ভব বলে মনে করি।

    প্রসঙ্গত, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশনের সদস্যরা সকাল ১০টা থেকে দুপুরে ১টা পর্যন্ত হলুদ পোশাকে এই কার্যক্রমে সংগঠনের ৩০ জন স্বেচ্ছাসেবীরা অংশ নেয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930